শিরোনাম:

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সমবায়ী সংগঠনে যৌথভাবে আয়োজনে টাউন হল থেকে র‌্যা্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন (উপ সচিব)। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবুর রহমান খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা, সাবেক সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, খাগড়াছড়ি সড়ক পরিবহন সমিতি সভাপতি মোঃ আসলাম তালু, রেনেসাঁ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পাইসা মারমা, খাগড়াছড়ি কাঠ ব্যবসায় সমিতি সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল, সততা সমবায় সমিতি সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি বিধিমালা মেনে সকল সমবায় সমিতি পরিচালনা করার মাধ্যমে খাগড়াছড়ি মডেল জেলা পরিনত হবে। সমবায় সকল মানব জাতির একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা সম্ভব।

জেলা সমবায় কর্মকর্তা স্বাগত বক্তব্য বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা বিভিন্ন সমবায় সমিতি মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ক্ষেত্রে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ম দূরীকরণ, উদ্যোক্তা সৃষ্টি, মূলধন গঠনসহ নানা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে সমবায়। তার মধ্যে মোট নিবন্ধিত সমিতি ৬ শত ৪৬টি, সদস্য সংখ্যা ৬ হাজার ৮শত ৭৫ জন, শেয়ার মূলধন ১৯৯২.৩৬ টাকা, সঞ্চয় আমানত ১০৪৩৮.১১ টাকা, কার্যকরী মূলধন ৭৩৪৩.৫৬ টাকা রয়েছে।

এর আগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় । শেষে জেলার সফল সমবায়ী কর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

লংগদুতে ইয়াবাসহ যুবক আটক

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের সফল অভিযানে দুইশত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বটতলা যাত্রী ছাউনীর সামনে প্রধান সড়কে অভিযান পরিচালনা করে মাদক পাচারকারী যুবক হাছান আলী (২৫) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটারকছড়ার করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর এসআই এস.এম আল- মামুনের নেতৃত্বে মোবাইল ডিউটি কালীন সময়ে চেক পোস্ট পরিচালনা করে। এসময় তল্লাশি করার এক পর্যায়ে মাদক ব্যবসায়ী মো. হাছান আলীর কাছে দুইশত পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত মাদক ব্যবসায়ী পাহাড়ি জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৭নম্বর ওর্য়াড উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা নিজামের ছেলে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা নিউজ পোর্টাল

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্টঃ

“পাহাড়ের নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরন্তর” প্রতিপাদ্যে
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী জনপদের কন্ঠস্বর হয়ে এগিয়ে যাওয়ার সংবাদ, সংস্কৃতি ও মানুষের জীবনচিত্র তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ‘সিএইচটি বার্তা’ দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠার পর থেকে সিএইচটি বার্তা পাহাড়ের দুর্গম জনপদ, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী সংস্কৃতি, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা নিয়মিতভাবে তুলে ধরে পাঠক মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মূলধারার গণমাধ্যমে যেসব খবর অনেক সময় গুরুত্ব পায় না, সেগুলোকে দায়িত্বশীলভাবে প্রকাশ করাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য।

সিএইচটি বার্তার সম্পাদকীয় টিমের পক্ষ থেকে জানানো হয়, “সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনই আমাদের অঙ্গীকার। পাহাড়ের মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের কথা দেশ-বিদেশের পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

দুই বছরের পথচলায় স্থানীয় সাংবাদিক, লেখক ও আলোকচিত্রীদের সমন্বয়ে সিএইচটি বার্তা একটি সক্রিয় সংবাদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নিয়মিত সংবাদ, ফিচার, সাক্ষাৎকার ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাহাড়ি জনপদের বাস্তব চিত্র তুলে ধরছে পোর্টালটি।

তৃতীয় বর্ষে পদার্পণের এই সময়ে সিএইচটি বার্তা পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নুরানী মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার ১৫ (ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।দারুল উলুম বরইছড়ি মাদ্রাসার আয়োজনে এবং মাওলানা সোলায়মান এর পরিচালায় এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।

এসময় তিনি বলেন, অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সারা বছরের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় মেধা তালিকায় স্থান অধিকারী এবং বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীরা পুরষ্কার গ্রহণ করে আনন্দে উদ্বেলিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বারেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য অফিসার দোলোয়ার হোসেন, বিএফআইডিসি মসজিদের ইমাম আনোয়ার হোসেন। এ সময় বক্তারা অভিভাবক ও শিক্ষার্থীদের নুরানী শিক্ষা’র আহবান জানান।

অনুষ্ঠান শেষে অতিথি’রা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

×