ধানের শীষে আস্থা রাখলে পাহাড়ে উন্নয়নের দুয়ার খুলবে : দীপেন দেওয়ান
উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বিএনপির গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে পুরো রাজস্থলী বাজার, ইসলামপুর, বাঙ্গালহালিয়া ও আশপাশের এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ সাপ্তাহিক হাটে আগত শতশত মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি” প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন দলটির ২৯৯ নং রাঙামাটি আসনের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সমাগম দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন,—“তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের রূপরেখা। রাঙামাটির মানুষ যদি ধানের শীষে আস্থা রাখে, তাহলে পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের নতুন দুয়ার খুলে যাবে। কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণও বাস্তবে রূপ পাবে।”
তিনি আরও বলেন “গত ফ্যাসিস্ট সরকারের সময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে হয়েছে ব্যাপক লুটপাট ও দুর্নীতি। পাহাড়ের মানুষ বঞ্চিত থেকেছে মৌলিক অধিকার থেকে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এই অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে।”
এসময় দীপেন দেওয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস মৈত্রি চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, আবদুল মান্নান, বাবুল আলী, নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, সফিকুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাসের সভাপতি কামাল আহম্মেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন—“বিগত সরকারের সময়ে দেশে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা ভেঙে পড়েছে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি দিকনির্দেশনা, যা জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাজারের ক্রেতা-বিক্রেতা, কৃষক, শ্রমজীবী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে আগ্রহভরে জানতে চান এবং লিফলেট হাতে নেন। অনেকেই দীপেন দেওয়ানের সঙ্গে হাত মেলান, মতামত জানান এবং পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দীপেন দেওয়ান বাজারের দোকানপাট, হাটের ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন।














