দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা বৃদ্ধি ও নৈতিকতার প্রতি অঙ্গীকারাবদ্ধ
ফটো জার্নালিস্টদের পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
সিএইচটি বার্তা ডেস্ক, ঢাকা অফিস :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ফটো জার্নালিস্টদের ফটো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনদিনব্যাপী (১৬-১৮ নভেম্বর, ২০২৫) এই প্রশিক্ষণে সারাদেশের মোট ৪০ জন ফটো সাংবাদিক অংশগ্রহণ করেন।
তিনি বলেন, “মানসম্মত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দক্ষ ও নৈতিক ফটোসাংবাদিক তৈরি করা জরুরি—এই প্রশিক্ষণ সেই লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল—ফটোসাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ, বাস্তবমুখী হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়া, এবং ক্যামেরার মাধ্যমে সংবাদ উপস্থাপনায় নতুনত্ব আনা।

প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন জানান, অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তিগত দিকগুলো সম্পর্কে কার্যকর জ্ঞান অর্জন করেছেন। দিনভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম
১ম দিন: ১৬ নভেম্বর — প্রাথমিক দক্ষতা ও হাতে-কলমে অনুশীলন। ভালো ছবি তোলার কৌশল নিউজ ফটোগ্রাফির মূলভিত্তি ফটোস্টোরি নির্মাণ, ফটো এডিটিং
সেশন নেন সিনিয়র ফটোসাংবাদিক এ কে এম মহসীন, মহিউদ্দিন আহমেদ ও ইনামুল হক। অংশগ্রহণকারীরা দিনব্যাপী প্র্যাকটিক্যাল সেশনে অংশ নেন।
২য় দিন: ১৭ নভেম্বর — বিশদ আলোচনা ও নৈতিকতা
ফটোসাংবাদিকতার ভূমিকা তথ্যনির্ভর ভিজ্যুয়াল রিপোর্টিং, ক্যাপশন রাইটিং, সংবাদচিত্রের নৈতিকতা
সেশন পরিচালনা করেন জাতীয় দৈনিকের অভিজ্ঞ ফটোগ্রাফাররা।
৩য় দিন: ১৮ নভেম্বর — স্টোরিটেলিং ও মূল্যায়ন
কার্যকর স্টোরিটেলিং বস্তুনিষ্ঠ রিপোর্টিং, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ক্যামেরার ব্যবহার ও প্র্যাকটিক্যাল শেষ বিকেলে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের চূড়ান্ত মূল্যায়ন।
সমাপনী অনুষ্ঠান ও ভবিষ্যৎ প্রত্যাশা সমাপনী দিনে মহাপরিচালকের হাতে সনদ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা তাদের তিন দিনের শেখা, অভিজ্ঞতা ও নতুন সংকল্পকে আরও সুদৃঢ় করেন।

পিআইবি আশা প্রকাশ করে যে—এই প্রশিক্ষণ দেশের ফটোসাংবাদিকতায় পেশাদারিত্ব ও নৈতিকতার মান আরও উন্নত করবে, এবং মাঠপর্যায়ে প্রতিবেদকদের কাজে নতুন দিকনির্দেশনা যোগ করবে।
বিকালে পিআইবি সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফটো সাংবাদিকদের সনদপত্র প্রদান করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
এসসয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, ফটো সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।














