শিরোনাম:

খাগড়াছড়ি জেলা প্রশাসক সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মারমা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

খাগড়াছড়ি জেলা প্রশাসক সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মারমা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ সাথে খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অফিস কক্ষের সোমবার (২৪ নভেম্বর ) সকাল ১০ টায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত’কে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয়।

সৌজন্য সাক্ষাতকালে খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ের শিক্ষার মান বৃদ্ধির করতে সরকারি- বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠান পাশাপাশি সকল সম্প্রদায়ে জনগোষ্ঠীর এক সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে মারমা, চাকমা, ত্রিপুরা নিজস্ব মাতৃভাষা শিক্ষার গুরুত্ব দিতে হবে। তাহলে পাহাড়ের পিছিয়ে থাকার শিক্ষার মান উন্নতি করার সম্ভব।
এবং খাগড়াছড়ি পার্বত্য জেলাতে আলাদা যার যার জাতির সত্ত্বার নিজস্ব সংস্কৃতি ও বৈচিত্র্য রয়েছে।
সেসব বৈচিত্র্য ও সংস্কৃতি চর্চায় অব্যাহত বজায় রাখতে পূর্বে ন্যায় প্রশাসন কাজ করে যাবেন।

সৌজন্য সাক্ষাতকালের উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, সদর উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মংখয় মারমা, সাধারণ সম্পাদক থৈইউ মারমা, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি অংগ্য মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি ইন্জিনিয়ারিং ক্যরী মগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সহ- সাধারণ সম্পাদক নিউসাই মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা ঐক্য পরিষদ সহ-সভাপতি ক্রাজাইরী মারমা, সাধারণ সম্পাদক মিনুচিং মারমা, ছাত্র ঐক্য পরিষদ জেলা কমিটি সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

লংগদুতে ইয়াবাসহ যুবক আটক

খাগড়াছড়ি জেলা প্রশাসক সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মারমা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের সফল অভিযানে দুইশত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বটতলা যাত্রী ছাউনীর সামনে প্রধান সড়কে অভিযান পরিচালনা করে মাদক পাচারকারী যুবক হাছান আলী (২৫) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটারকছড়ার করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর এসআই এস.এম আল- মামুনের নেতৃত্বে মোবাইল ডিউটি কালীন সময়ে চেক পোস্ট পরিচালনা করে। এসময় তল্লাশি করার এক পর্যায়ে মাদক ব্যবসায়ী মো. হাছান আলীর কাছে দুইশত পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত মাদক ব্যবসায়ী পাহাড়ি জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৭নম্বর ওর্য়াড উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা নিজামের ছেলে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা নিউজ পোর্টাল

খাগড়াছড়ি জেলা প্রশাসক সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মারমা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্টঃ

“পাহাড়ের নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরন্তর” প্রতিপাদ্যে
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী জনপদের কন্ঠস্বর হয়ে এগিয়ে যাওয়ার সংবাদ, সংস্কৃতি ও মানুষের জীবনচিত্র তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ‘সিএইচটি বার্তা’ দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠার পর থেকে সিএইচটি বার্তা পাহাড়ের দুর্গম জনপদ, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী সংস্কৃতি, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা নিয়মিতভাবে তুলে ধরে পাঠক মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মূলধারার গণমাধ্যমে যেসব খবর অনেক সময় গুরুত্ব পায় না, সেগুলোকে দায়িত্বশীলভাবে প্রকাশ করাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য।

সিএইচটি বার্তার সম্পাদকীয় টিমের পক্ষ থেকে জানানো হয়, “সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনই আমাদের অঙ্গীকার। পাহাড়ের মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের কথা দেশ-বিদেশের পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

দুই বছরের পথচলায় স্থানীয় সাংবাদিক, লেখক ও আলোকচিত্রীদের সমন্বয়ে সিএইচটি বার্তা একটি সক্রিয় সংবাদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নিয়মিত সংবাদ, ফিচার, সাক্ষাৎকার ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাহাড়ি জনপদের বাস্তব চিত্র তুলে ধরছে পোর্টালটি।

তৃতীয় বর্ষে পদার্পণের এই সময়ে সিএইচটি বার্তা পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার

খাগড়াছড়ি জেলা প্রশাসক সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মারমা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নুরানী মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার ১৫ (ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।দারুল উলুম বরইছড়ি মাদ্রাসার আয়োজনে এবং মাওলানা সোলায়মান এর পরিচালায় এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।

এসময় তিনি বলেন, অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সারা বছরের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় মেধা তালিকায় স্থান অধিকারী এবং বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীরা পুরষ্কার গ্রহণ করে আনন্দে উদ্বেলিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বারেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য অফিসার দোলোয়ার হোসেন, বিএফআইডিসি মসজিদের ইমাম আনোয়ার হোসেন। এ সময় বক্তারা অভিভাবক ও শিক্ষার্থীদের নুরানী শিক্ষা’র আহবান জানান।

অনুষ্ঠান শেষে অতিথি’রা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

×