থানচিতে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক শিথিল।
থানচি সংবাদদাতা:
মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরের উপজেলা পরিষদের মিলনায়তনের উপজেলা প্রশাসনের আয়োজনের পর্যটক সংশ্লিষ্ঠদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ – আল- ফয়সাল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সকল সদস্যদের সমন্বয়ের সভায় বান্দরবান জেলার আগামি মাসের অর্থাৎ ডিসেম্বরের আইন শৃংঙ্খলা সংক্রান্ত কোর মেটিং এর জেলার উর্ধত্বম কর্মকর্তা ও কর্তৃপক্ষের সমন্বয়ের থানচি উপজেলা পর্যটন সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যা করনে পরিস্থিতির পর্যবেক্ষণ ও স্বাভাবিক পর্যায়ে পৌঁছলে রেমাক্রী খালের ঙাফাঁখুম পর্যন্ত পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞা শিথিলের আশ্বস্ত করেন এবং পর্যটকদের নিবন্ধন রেজিস্ট্রেশন সকল ধরনে তথ্য ওয়ান স্টফ সার্ভিস, ইজ্ঞিন নৌকায় মালিকদের উদ্যোগের লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক, তথ্য সেবা কেন্দ্র থেকে এক স্থান হয়ে পর্যটন কেন্দ্রের ভ্রমন,গাইডসহ যাত্রা, ইজ্ঞিন নৌকা ভাড়া ৩০০০ হাজার,গাইড ফি ৮০০ টাকা নির্ধারণ করেন এবং প্রশাসনের নিতিমালা মেনে চলা সহ এ সিদ্ধান্তে গৃহীত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশি বিদেশি ভ্রমনের আগত পর্যটকগণের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে উপস্থিত পর্যটক সংশ্লিষ্ঠরা মতামতে প্রেক্ষিতে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেট এর আহবায়ক পাইথুইপ্রু (অন্তর) খিয়াং বলেন, উপজেলা প্রশাসনের সকল সিদ্ধান্তকে স্বাগত জানাই, আমাদের কর্মবিরতি আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে সম্পুর্নভাবে প্রত্যাহার করে নিয়েছি। আগামিতে প্রশাসনের নিতিমালা অনুসারে আমরা নিজ নিজ কাজে ফিরে যাবো।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই উপ-পরিচালক এম শাবের উল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রুঅং মারমা,রেমাক্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা,টুরিষ্ট গাইড কল্যাণ সমবায় সমিতি আহবায়ক পাইথুইখয় ( অন্তর) খিয়াংসহ পর্যটক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


















