শিরোনাম:

থানচিতে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক শিথিল।

থানচিতে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক শিথিল।

থানচি সংবাদদাতা:

মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরের উপজেলা পরিষদের মিলনায়তনের উপজেলা প্রশাসনের আয়োজনের পর্যটক সংশ্লিষ্ঠদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ – আল- ফয়সাল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত সকল সদস্যদের সমন্বয়ের সভায় বান্দরবান জেলার আগামি মাসের অর্থাৎ ডিসেম্বরের আইন শৃংঙ্খলা সংক্রান্ত কোর মেটিং এর জেলার উর্ধত্বম কর্মকর্তা ও কর্তৃপক্ষের সমন্বয়ের থানচি উপজেলা পর্যটন সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যা করনে পরিস্থিতির পর্যবেক্ষণ ও স্বাভাবিক পর্যায়ে পৌঁছলে রেমাক্রী খালের ঙাফাঁখুম পর্যন্ত পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞা শিথিলের আশ্বস্ত করেন এবং পর্যটকদের নিবন্ধন রেজিস্ট্রেশন সকল ধরনে তথ্য ওয়ান স্টফ সার্ভিস, ইজ্ঞিন নৌকায় মালিকদের উদ্যোগের লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক, তথ্য সেবা কেন্দ্র থেকে এক স্থান হয়ে পর্যটন কেন্দ্রের ভ্রমন,গাইডসহ যাত্রা, ইজ্ঞিন নৌকা ভাড়া ৩০০০ হাজার,গাইড ফি ৮০০ টাকা নির্ধারণ করেন এবং প্রশাসনের নিতিমালা মেনে চলা সহ এ সিদ্ধান্তে গৃহীত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশি বিদেশি ভ্রমনের আগত পর্যটকগণের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে উপস্থিত পর্যটক সংশ্লিষ্ঠরা মতামতে প্রেক্ষিতে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেট এর আহবায়ক পাইথুইপ্রু (অন্তর) খিয়াং বলেন, উপজেলা প্রশাসনের সকল সিদ্ধান্তকে স্বাগত জানাই, আমাদের কর্মবিরতি আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে সম্পুর্নভাবে প্রত্যাহার করে নিয়েছি। আগামিতে প্রশাসনের নিতিমালা অনুসারে আমরা নিজ নিজ কাজে ফিরে যাবো।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই উপ-পরিচালক এম শাবের উল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রুঅং মারমা,রেমাক্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা,টুরিষ্ট গাইড কল্যাণ সমবায় সমিতি আহবায়ক পাইথুইখয় ( অন্তর) খিয়াংসহ পর্যটক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

লংগদুতে ইয়াবাসহ যুবক আটক

থানচিতে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক শিথিল।

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের সফল অভিযানে দুইশত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বটতলা যাত্রী ছাউনীর সামনে প্রধান সড়কে অভিযান পরিচালনা করে মাদক পাচারকারী যুবক হাছান আলী (২৫) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটারকছড়ার করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর এসআই এস.এম আল- মামুনের নেতৃত্বে মোবাইল ডিউটি কালীন সময়ে চেক পোস্ট পরিচালনা করে। এসময় তল্লাশি করার এক পর্যায়ে মাদক ব্যবসায়ী মো. হাছান আলীর কাছে দুইশত পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত মাদক ব্যবসায়ী পাহাড়ি জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৭নম্বর ওর্য়াড উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা নিজামের ছেলে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা নিউজ পোর্টাল

থানচিতে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক শিথিল।

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্টঃ

“পাহাড়ের নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরন্তর” প্রতিপাদ্যে
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী জনপদের কন্ঠস্বর হয়ে এগিয়ে যাওয়ার সংবাদ, সংস্কৃতি ও মানুষের জীবনচিত্র তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ‘সিএইচটি বার্তা’ দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠার পর থেকে সিএইচটি বার্তা পাহাড়ের দুর্গম জনপদ, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী সংস্কৃতি, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা নিয়মিতভাবে তুলে ধরে পাঠক মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মূলধারার গণমাধ্যমে যেসব খবর অনেক সময় গুরুত্ব পায় না, সেগুলোকে দায়িত্বশীলভাবে প্রকাশ করাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য।

সিএইচটি বার্তার সম্পাদকীয় টিমের পক্ষ থেকে জানানো হয়, “সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনই আমাদের অঙ্গীকার। পাহাড়ের মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের কথা দেশ-বিদেশের পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

দুই বছরের পথচলায় স্থানীয় সাংবাদিক, লেখক ও আলোকচিত্রীদের সমন্বয়ে সিএইচটি বার্তা একটি সক্রিয় সংবাদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নিয়মিত সংবাদ, ফিচার, সাক্ষাৎকার ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাহাড়ি জনপদের বাস্তব চিত্র তুলে ধরছে পোর্টালটি।

তৃতীয় বর্ষে পদার্পণের এই সময়ে সিএইচটি বার্তা পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার

থানচিতে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক শিথিল।

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নুরানী মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার ১৫ (ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।দারুল উলুম বরইছড়ি মাদ্রাসার আয়োজনে এবং মাওলানা সোলায়মান এর পরিচালায় এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।

এসময় তিনি বলেন, অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সারা বছরের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় মেধা তালিকায় স্থান অধিকারী এবং বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীরা পুরষ্কার গ্রহণ করে আনন্দে উদ্বেলিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বারেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য অফিসার দোলোয়ার হোসেন, বিএফআইডিসি মসজিদের ইমাম আনোয়ার হোসেন। এ সময় বক্তারা অভিভাবক ও শিক্ষার্থীদের নুরানী শিক্ষা’র আহবান জানান।

অনুষ্ঠান শেষে অতিথি’রা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

×