কৃষিতে অবদান রাখায় জলপাই চাষিদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, লংগদু :
রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলায় প্রথমবারের মত উন্নতজাতের জলপাই বীজ আবিস্কারের মাধ্যমে বাগান মালিকদের আয়ের নতুন পথ সৃষ্টি করায় এবং কৃষিতে বিশেষ অবদান রাখায় এরশাদ মাস্টার সহ ৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে গুলশাখালী চৌমুহনী বাজারে ফল ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাভিজাতের উন্নতমানের জলপাই বীজ চারা রোপন করে সফল হয়েছেন এমন ছয়জন সফল জলপাই চাষীকে সমিতির পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছের, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হক মিলন এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ এলাকার বাগান মালিকরা।

উন্নতজাতের জলপাই চাষি এরশাদ মাস্টার বলেন, আমি সবসময় নানারকম ফসলাদি নিয়ে নতুনত্ব খুঁজি। যেন এলাকার মানুষের জন্য নতুন কিছু দেওয়া যায়, যা দিয়ে এখানকার চাষীরা সফল হবে। তারই ধারাবাহিকতায় জলপাই চাষকে আরও প্রসারিত করতে ২০০৬ সালে এ বীজের বিশেষত্ব বের করি। দীর্ঘ পাঁচবছর নিজেই পর্যবেক্ষণ করে, ২০১১ সালে চারা আকারে বাজারজাত করি। পরে অনেকেই জলপাই চাষে সফল হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জলপাই চাষে শুধু কৃষকরাই সফল হয়েছে বিষয়টা এমন নয়, জলপাই যেহেতু উঁচু নিচু সকল জায়গায় চাষ করা হয়, তাই পাহাড়ি অঞ্চলের মাটি ভাঙ্গা রোধ, অনাবাদি জায়গায় চাষ করা সহ নান উপকার হচ্ছে। তাই সকলকে উন্নত জাতের জলপাই চাষের জন্য উৎসাহিত করা হয়েছে।












