দীঘিনালায় আদিবাসী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

রুপম চাকমা, দিঘীনালাঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক পাহাড়ি আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দিঘীনালা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আপ্যায়ন কুলিং কর্নারের সামনে এ ঘটনা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানার টহল পুলিশ। আটককৃত মো. রাজ্জাক বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামতলি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে থানায় মামলা দ্বায়ের করেন। তবে পরিবারের লোকজন দাবি করেন, রাজ্জাক বহুুদিন ধরে মানসিক প্রতিবন্ধী।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।