শিরোনাম:

দীঘিনালায় আদিবাসী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

দীঘিনালায় আদিবাসী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

 

রুপম চাকমা, দিঘীনালাঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক পাহাড়ি আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দিঘীনালা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আপ্যায়ন কুলিং কর্নারের সামনে এ ঘটনা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানার টহল পুলিশ। আটককৃত মো. রাজ্জাক বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামতলি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে থানায় মামলা দ্বায়ের করেন। তবে পরিবারের লোকজন দাবি করেন, রাজ্জাক বহুুদিন ধরে মানসিক প্রতিবন্ধী।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ জন

দীঘিনালায় আদিবাসী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি থানায় মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১.৩০ জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি একক কক্ষবিশিষ্ট ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুরাছড়ি থানার এসআই মোঃ আবু তালেব, সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্সের সদস্যরা।

অভিযানকালে উক্ত ঘর হতে মোঃ আমজাত আলী (৫০), থানা-জুরাছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জুরাছড়ি থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ জানায়, “মাদকমুক্ত সমাজ গঠনে জুরাছড়ি থানা পুলিশ সর্বদা তৎপর। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

দীঘিনালায় আদিবাসী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাজেক ইউনিয়নের উদলছড়ি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ৫৪ বিজিবির অধীনস্থ বিওপির বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির অন্যান্য সদস্যবৃন্দ, উদলছড়ি পাড়ার কারবারি ও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আলোচনায় নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার বিষয়টি তুলে ধরা হয়। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ভূমিকার কথাও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় পাহাড়ি এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে গন্ডাছড়া পাড়ার কারবারি বদীচন্দ্র কারবারি বলেন, “বিজিবি যেভাবে আমাদের সর্বদা চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে পাশে থাকে, সেই বিবেচনায় আমরাও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

রামগড়ে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিল

দীঘিনালায় আদিবাসী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা মহিলা দলের উদ্যোগে পৃথক তিনটি স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রামগড় সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে লামকুপাড়ায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রামগড় পৌর মহিলা দলের আয়োজনে বল্টুরাম এলাকায় এবং বিকেলে পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে নাকাপা বাজারে পৃথকভাবে এসব সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকারিয়া জিনাত বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি পারুল আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিনা আলম, উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

×