দিঘীনালা মাইনি ব্রিজ পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান
রুপম চাকমা, দিঘীনালা :
পার্বত্য জেলা খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মাইনি ব্রিজ এলাকা বর্তমানে পর্যটকদের অন্যতম আকর্ষণস্থলে পরিণত হয়েছে। সাজেক ভ্যালির মেইন সড়কে অবস্থিত হওয়ায় প্রতিদিনই অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এই ব্রিজ এলাকা ঘুরে দেখছেন। মাইনি নদীর উপর নির্মিত এই ব্রিজের চারপাশে পাহাড়, সবুজ বনানী ও নদীর স্বচ্ছ পানির দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে।

যাতায়াতের পথে অনেক পর্যটকই এখানে থেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, ছবি তুলছেন এবং কিছু সময় অবসর কাটাচ্ছেন। ব্রিজ সংলগ্ন এলাকায় গড়ে ওঠা স্থানীয় জুম্মোবী কুলিং কর্ণার দোকানগুলোও পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এসব দোকানে পাহাড়ি ফলমূল, ঐতিহ্যবাহী খাবার, ও নানা ধরনের পাহাড়ি পিঠা বিক্রি হচ্ছে। পর্যটকদের ভিড়ে দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটকের সংখ্যা বাড়ায় তাদের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়েছে। আগে যেখানে সীমিত আয় হতো, এখন সেখানে নিয়মিত ভালো বিক্রি হচ্ছে। পর্যটকরা বলছেন, দিঘীনালা মাইনি ব্রিজের প্রাকৃতিক পরিবেশ যাত্রাপথের ক্লান্তি দূর করে দেয় এবং ভ্রমণের আনন্দ বহুগুণ বাড়িয়ে তোলে।

সচেতন মহলের মতে, এই এলাকাকে পরিকল্পিতভাবে সাজিয়ে তুললে এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে দিঘীনালা মাইনি ব্রিজ ভবিষ্যতে খাগড়াছড়ির একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে আরও পরিচিতি লাভ করবে।















