আলীকদম জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা কমিটির উদ্যোগে কোমলমতি শতাধিক শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে আলীকদম উপজেলা ৪নং ওয়ার্ডের বটতলী পাড়ায় অবস্থিত দারুল হিদায়া নূরানী মাদ্রাসায় হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আলীকদম উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌঃ ইদ্রিস,যুগ্ম আহ্বায়ক মৌও. মোঃ আইয়ুব মৌও. আবু ছৈয়দ,সদস্য কেরামত আলী এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলীকদম উপজেলা ৪নং ওয়ার্ডের সভাপতি মজিবুল হক।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। নৈতিক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা জরুরি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।





















