শিরোনাম:

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাজেক ইউনিয়নের উদলছড়ি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ৫৪ বিজিবির অধীনস্থ বিওপির বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির অন্যান্য সদস্যবৃন্দ, উদলছড়ি পাড়ার কারবারি ও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আলোচনায় নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার বিষয়টি তুলে ধরা হয়। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ভূমিকার কথাও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় পাহাড়ি এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে গন্ডাছড়া পাড়ার কারবারি বদীচন্দ্র কারবারি বলেন, “বিজিবি যেভাবে আমাদের সর্বদা চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে পাশে থাকে, সেই বিবেচনায় আমরাও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

লামায় বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

 

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় বন বিভাগের আওতায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে ১২টায় লামা বন বিভাগের রেস্ট হাউজ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। সভাপতিত্বে করেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) লামা রুবায়েত আহমেদ, লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন, ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা. এস.এম. হাবিবুল্লাহ, রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান ও মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক সহ প্রমূখ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা’সহ প্রমূখ।

বন বিভাগের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছরে বন্যহাতি দ্বারা আক্রান্ত মানুষ এবং ক্ষতিগ্রস্ত সম্পদ ও ফসলের ক্ষতিপূরণ বাবদ ২১ জনকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়। অত্র বন বিভাগের আওতায় সামাজিক বনায়নের মাধ্যমে মাতামুহুরী রেঞ্জের আলীকদম বিটে ক্রাইক্ষ্যং ও চিতারঝিরি এলাকায় ২০০৪ ও ২০০৫ অর্থবছরে সৃজিত ৫০ হেক্টর ব্লকউড ব্লক এ-১ ও এ-২ বাগানের ৫০ জন উপকারভোগী ও ২০০৪ ও ২০০৫ অর্থবছরে সৃজিত ৫০ হেক্টর ব্লকউড ব্লক এ-৩ ও এ-৪ বাগানের ৪ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশ বাবদ মোট ৬৮ লাখ ৭৫ হাজার ৩২৬ টাকার চেক বিতরণ করা হয়।

বন্যহাতি সংরক্ষণ ও মানুষ হাতির সহবস্থান নিয়ে বিষদ আলোচনা করেন, বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। তিনি বলেন, হাতিকে আঘাত না করলে হাতি কখনো মানুষকে আঘাত করেনা। কখনো শুনেছেন বন বিভাগের কোন স্টাফকে বন্য প্রাণী আঘাত করেছে কিনা ? হাতি মানুষের জায়গায় আসেনি, আমরা মানুষ হাতির আবাসস্থলে গিয়েছি।পৃথিবীকে মানুষের আবাদযোগ্য রাখতে হলে বন্যপ্রাণী ও পরিবেশ আমাদের রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, সামাজিক বনায়নে অংশীদার হয়ে অনেকে স্বাবলম্বী হয়েছেন। তিনি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা ক্ষতিপূরণ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানায়।

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ জন

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি থানায় মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১.৩০ জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি একক কক্ষবিশিষ্ট ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুরাছড়ি থানার এসআই মোঃ আবু তালেব, সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্সের সদস্যরা।

অভিযানকালে উক্ত ঘর হতে মোঃ আমজাত আলী (৫০), থানা-জুরাছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জুরাছড়ি থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ জানায়, “মাদকমুক্ত সমাজ গঠনে জুরাছড়ি থানা পুলিশ সর্বদা তৎপর। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

রামগড়ে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিল

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা মহিলা দলের উদ্যোগে পৃথক তিনটি স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রামগড় সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে লামকুপাড়ায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রামগড় পৌর মহিলা দলের আয়োজনে বল্টুরাম এলাকায় এবং বিকেলে পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে নাকাপা বাজারে পৃথকভাবে এসব সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকারিয়া জিনাত বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি পারুল আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিনা আলম, উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

×