ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা
রুপম চাকমা, দিঘীনালা :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাজেক ইউনিয়নের উদলছড়ি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় ৫৪ বিজিবির অধীনস্থ বিওপির বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির অন্যান্য সদস্যবৃন্দ, উদলছড়ি পাড়ার কারবারি ও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা অংশগ্রহণ করেন।
আলোচনায় নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার বিষয়টি তুলে ধরা হয়। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ভূমিকার কথাও আলোচনায় গুরুত্ব পায়।
এ সময় পাহাড়ি এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে গন্ডাছড়া পাড়ার কারবারি বদীচন্দ্র কারবারি বলেন, “বিজিবি যেভাবে আমাদের সর্বদা চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে পাশে থাকে, সেই বিবেচনায় আমরাও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”



















