শিরোনাম:

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ জন

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ জন

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি থানায় মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১.৩০ জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি একক কক্ষবিশিষ্ট ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুরাছড়ি থানার এসআই মোঃ আবু তালেব, সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্সের সদস্যরা।

অভিযানকালে উক্ত ঘর হতে মোঃ আমজাত আলী (৫০), থানা-জুরাছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জুরাছড়ি থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ জানায়, “মাদকমুক্ত সমাজ গঠনে জুরাছড়ি থানা পুলিশ সর্বদা তৎপর। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আলীকদমে আদালতের আদেশ অমান্য করে পাহাড় কেটে ঘর নির্মাণের অভিযোগ পারুলে বিরুদ্ধে

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ জন

 ‎

আলীকদম প্রতিনিধি, ‎বান্দরবান (আলীকদম) প্রতিনিধি:

‎বান্দরবানের আলীকদমে ২ন চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়া এলাকায় আদালতের রায় অমান্য করে এক নারীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে পারুল বেগমের বিরুদ্ধে। ‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) অভিযোগকারী শাহেনা বেগম (৩৫) জানান, পারুল বেগমের লোকজন গায়ের জোরে আমার ক্রয়কৃত জমিতে জোরপূর্বক ভাবে পাহাড় কেটে ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। ‎ভুক্তভোগী শাহেনা বেগম আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওবাইদুল হাকিম পাড়া গ্রামের বাসিন্দা।

তিনি জানান, ২৮৯নং চৈক্ষ্যং মৌজায় তার মৃত মায়ের নামীয় হোল্ডিং নং–৫০৭ এর অধীন ০.৭০ একর জমি তিনি ২০১৮ সালে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে বৈধ ভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ‎অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার স্থানীয় বাসিন্দা পারুল বেগম, মোঃ দারুসালাম, মোঃ বেলাল উদ্দিন, নুর বেগম ও লোকমান দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় পূর্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, বান্দরবানে সি আর নং–৬৬/২০২০ মামলা দায়ের করা হলে আদালত অভিযোগকারীর পক্ষে রায় প্রদান করেন। তবে আদালতের রায় অমান্য করে গত ৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা পুনরায় গায়ের জোরে জমিতে প্রবেশ করে পাহাড়ের মাটি কেটে ঘর নির্মাণের প্রস্তুুতি নেয় বলে অভিযোগ করেন শাহেনা বেগম। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা দা ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলার চেষ্টা করে। প্রাণভয়ে তিনি দৌড়ে পালিয়ে গিয়ে বাড়িতে আশ্রয় নেন।

‎শাহেনা বেগম আরও জানান, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তার জানমালের ক্ষতি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় শৃঙ্খলা শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান। ‎

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাহাড় কেটে বাড়ি নির্মাণের বিষয়ে পারুল বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২৮৯নং চৈক্ষ্যং মৌজায় আমাদের মৃত মায়ের নামীয় হোল্ডিং নং–৫০৭ এর অধীনস্থ ভোগদখলীয় জমি। এখানে আমরা চার (৪) বোন সবাই ইসলামিক শরীয়া মোতাবেক জমি ভাগ বণ্টন করি সবাই। এখানে আমার বিরুদ্ধে যে পাহাড়/জমি দখলের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণতা মিথ্যা বলে দাবি করেন তিনি। ‎

এই বিষয়ে জানতে চাইলে আলীকদম থানার এস.আই মো. আবু সাঈদ বলেন, কোর্টের আদেশ অমান্য করে কাজ না করতে বলা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষ কে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

কৃষিতে অবদান রাখায় জলপাই চাষিদের সংবর্ধনা

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ জন

 

নিজস্ব প্রতিবেদক, লংগদু :

রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলায় প্রথমবারের মত উন্নতজাতের জলপাই বীজ আবিস্কারের মাধ্যমে বাগান মালিকদের আয়ের নতুন পথ সৃষ্টি করায় এবং কৃষিতে বিশেষ অবদান রাখায় এরশাদ মাস্টার সহ ৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে গুলশাখালী চৌমুহনী বাজারে ফল ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাভিজাতের উন্নতমানের জলপাই বীজ চারা রোপন করে সফল হয়েছেন এমন ছয়জন সফল জলপাই চাষীকে সমিতির পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছের, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হক মিলন এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ এলাকার বাগান মালিকরা।

উন্নতজাতের জলপাই চাষি এরশাদ মাস্টার বলেন, আমি সবসময় নানারকম ফসলাদি নিয়ে নতুনত্ব খুঁজি। যেন এলাকার মানুষের জন্য নতুন কিছু দেওয়া যায়, যা দিয়ে এখানকার চাষীরা সফল হবে। তারই ধারাবাহিকতায় জলপাই চাষকে আরও প্রসারিত করতে ২০০৬ সালে এ বীজের বিশেষত্ব বের করি। দীর্ঘ পাঁচবছর নিজেই পর্যবেক্ষণ করে, ২০১১ সালে চারা আকারে বাজারজাত করি। পরে অনেকেই জলপাই চাষে সফল হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জলপাই চাষে শুধু কৃষকরাই সফল হয়েছে বিষয়টা এমন নয়, জলপাই যেহেতু উঁচু নিচু সকল জায়গায় চাষ করা হয়, তাই পাহাড়ি অঞ্চলের মাটি ভাঙ্গা রোধ, অনাবাদি জায়গায় চাষ করা সহ নান উপকার হচ্ছে। তাই সকলকে উন্নত জাতের জলপাই চাষের জন্য উৎসাহিত করা হয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচনের রোডম্যাপ কাপ্তাইয়ে সাংবাদিকদের সাথে জোন কমান্ডারের বৈঠক

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ জন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিথি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের জনমনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাপ্তাই ও রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জোন কমান্ডার। ​

কাপ্তাই সেনা জোনে আয়োজিত এই সভায় কাপ্তাই ও রাজস্থলী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ, পিএসসি বলেন, নির্বাচনের সময় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড রোধে কাপ্তাই ও রাজস্থলীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। ​অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পাহাড়ের শান্তি-শৃঙ্খলার স্বার্থে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।

নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পরিচয়পত্র বিহীন বহিরাগত ব্যক্তিদের গতিবিধি কড়া নজরদারিতে রাখা হবে। ​জনমনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে ​জোন কমান্ডার আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। তিনি যেকোনো ধরনের গুজব বা নাশকতামূলক কাজের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ​

উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে জোন কমান্ডারের সাথে আলোচনা করেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

×