শিরোনাম:

বর্ণিল সাজে কাপ্তাইয়ে সম্প্রীতির ছোঁয়ায় বড়দিন উদযাপন

বর্ণিল সাজে কাপ্তাইয়ে সম্প্রীতির ছোঁয়ায় বড়দিন উদযাপন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

পার্বত্য জনপদে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে পালিত হয়েছে শুভ বড়দিন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চসহ বিভিন্ন গির্জায় প্রার্থনা ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

প্রার্থনা ও ধর্মীয় আচার সকাল সাড়ে ৮টায় চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ সমবেত হন। অনুষ্ঠানের শুরুতে সমবেত প্রার্থনা ও খ্রীষ্ট সঙ্গীত পরিবেশন করা হয়। চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড দিলিপ সরকার বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করা হয়। এছাড়া সানডে স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের মাঝে উপহার বিনিময় করা হয়। ​

কেক কাটা ও আলোচনা সভা ​সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে বড়দিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম – ৭ রাঙ্গুনিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম সাবেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসা, রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুল আলীম, ​চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বড়দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক মিলনমেলা।

উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিনছড়া এলাকায় ৩টি এবং ৩নং চিৎমরম ইউনিয়নের আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকার ১টি চার্চে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে। দুর্গম জনপদের মানুষগুলো সাধ্যমতো সাজসজ্জা ও আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

ছবির ক্যাপশন: কাপ্তাই চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে কেক কেটে বড়দিনের অনুষ্ঠান উদ্বোধন করছেন অতিথিরা এবং শিল্পীদের খ্রীষ্ট সঙ্গীত পরিবেশন।

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

বর্ণিল সাজে কাপ্তাইয়ে সম্প্রীতির ছোঁয়ায় বড়দিন উদযাপন

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাজেক ইউনিয়নের উদলছড়ি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ৫৪ বিজিবির অধীনস্থ বিওপির বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির অন্যান্য সদস্যবৃন্দ, উদলছড়ি পাড়ার কারবারি ও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আলোচনায় নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার বিষয়টি তুলে ধরা হয়। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ভূমিকার কথাও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় পাহাড়ি এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে গন্ডাছড়া পাড়ার কারবারি বদীচন্দ্র কারবারি বলেন, “বিজিবি যেভাবে আমাদের সর্বদা চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে পাশে থাকে, সেই বিবেচনায় আমরাও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

রামগড়ে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিল

বর্ণিল সাজে কাপ্তাইয়ে সম্প্রীতির ছোঁয়ায় বড়দিন উদযাপন

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা মহিলা দলের উদ্যোগে পৃথক তিনটি স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রামগড় সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে লামকুপাড়ায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রামগড় পৌর মহিলা দলের আয়োজনে বল্টুরাম এলাকায় এবং বিকেলে পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে নাকাপা বাজারে পৃথকভাবে এসব সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকারিয়া জিনাত বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি পারুল আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিনা আলম, উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিলাইছড়িতে হঠাৎ মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও হাসনাত জাহান খান

বর্ণিল সাজে কাপ্তাইয়ে সম্প্রীতির ছোঁয়ায় বড়দিন উদযাপন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়ি বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোস্তাফা কামাল, মো. নাদিম মাহমুদ (এস আই), উপজেলা নির্বাচন অফিসার  ছালেহ আহমদ ভুইঁয়া, থানা এসআই মো. নাদিম মাহমুদ উপস্থিত ছিলেন।

বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি স্টোরকে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। এতে বিসমিল্লাহ স্টোরকে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। ইদ্রিস স্টোরকে (ইসহাক) মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানে থাকায় ৫১ ধারায় ২,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। সুনীল স্টোর (সুমনের) মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে।

×