শিরোনাম:

কেপিএম ব্রিকফিল্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ব্লাড লাইন

কেপিএম ব্রিকফিল্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ব্লাড লাইন

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটি কাপ্তাই উপজেলার কেপিএম ব্রিকফিল্ড মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ জুনিয়র ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ৫ম আসর। রবিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে কেপিএম বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেপিএম ব্লাড লাইন।

​বিকাল ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই মেগা ফাইনালে মুখোমুখি হয় কেপিএম বয়েজ ক্লাব ও কেপিএম ব্লাড লাইন। নির্ধারিত সময়ের খেলায় কোনো পক্ষই গোল করতে না পারায় ম্যাচটি অমীমাংসিত থাকে। পরবর্তীতে ভাগ্যনির্ধারণী ট্রাইব্রেকারে ২-১ ব্যবধানে কেপিএম বয়েজ ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয় কেপিএম ব্লাড লাইন।

ফাইনাল খেলা অতিথি ও আলোচনা সভা ​মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে এবং রিয়াজ উদ্দিন আকাশের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্ল্যাহ। ​

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ​”ফুটবল শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, দলগত ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলসহ সকল খেলাধুলার উন্নয়নে কেপিএম-এর পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।” ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্ল্যাহ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার আসলাম খান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু এবং কেপিএম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হুদা। রেফারির দায়িত্ব পালন করেন মোঃ শাহ আলম। সহকারী রেফারি ছিলেন, কায়ছারুল হাসান শাওন ও ইখতিয়ার উদ্দিন হৃদয়। ​

ধারাভাষ্য: সিজান আহমেদ সাগর তার প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। ​গত ১৬ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল। ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

কেপিএম ব্রিকফিল্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ব্লাড লাইন

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাজেক ইউনিয়নের উদলছড়ি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ৫৪ বিজিবির অধীনস্থ বিওপির বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির অন্যান্য সদস্যবৃন্দ, উদলছড়ি পাড়ার কারবারি ও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আলোচনায় নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার বিষয়টি তুলে ধরা হয়। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ভূমিকার কথাও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় পাহাড়ি এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে গন্ডাছড়া পাড়ার কারবারি বদীচন্দ্র কারবারি বলেন, “বিজিবি যেভাবে আমাদের সর্বদা চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে পাশে থাকে, সেই বিবেচনায় আমরাও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

রামগড়ে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিল

কেপিএম ব্রিকফিল্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ব্লাড লাইন

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা মহিলা দলের উদ্যোগে পৃথক তিনটি স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রামগড় সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে লামকুপাড়ায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রামগড় পৌর মহিলা দলের আয়োজনে বল্টুরাম এলাকায় এবং বিকেলে পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে নাকাপা বাজারে পৃথকভাবে এসব সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকারিয়া জিনাত বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি পারুল আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিনা আলম, উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিলাইছড়িতে হঠাৎ মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও হাসনাত জাহান খান

কেপিএম ব্রিকফিল্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ব্লাড লাইন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়ি বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোস্তাফা কামাল, মো. নাদিম মাহমুদ (এস আই), উপজেলা নির্বাচন অফিসার  ছালেহ আহমদ ভুইঁয়া, থানা এসআই মো. নাদিম মাহমুদ উপস্থিত ছিলেন।

বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি স্টোরকে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। এতে বিসমিল্লাহ স্টোরকে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। ইদ্রিস স্টোরকে (ইসহাক) মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানে থাকায় ৫১ ধারায় ২,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। সুনীল স্টোর (সুমনের) মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে।

×