জিয়া পরিষদের উদ্যোগে রামগড়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল
সাইফুল ইসলাম, রামগড়, প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বাদ আছর রামগড় উপজেলা ও পৌর জিয়া পরিষদের উদ্যোগে দলীয় অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোশাররফ হোসেন, রামগড় উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম।

এছাড়াও রামগড় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ জিয়া পরিষদের সকল স্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।















