মানিক সাহা, গাইবান্ধাঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, মহিদুর রহমান রানক, তরিকুল ইসলাম চঞ্চল, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, আক্তার হোসেন, কাজী আশরাফুল ইসলাম, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সেন্টু, শাহ মশিউর রহমান মজনু, আজাদ শেখ, আইয়ুব হোসেন তপন তালুকদার, বজলুর রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন লিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক বিশাল র্যালি গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।