রাজঙ্গনা ফুটবল একাডেমীতে ফুটবল বিতরণ করলেন ঘিলাছড়ি ইউনিয়নের সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা
উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য বাবু উদয় কুমার তঞ্চঙ্গ্যা ক্রীড়া উন্নয়ন ও তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাজঙ্গনা ফুটবল একাডেমীতে ফুটবল বিতরণ করেছেন।
সাম্প্রতিক সময়ে আয়োজিত এ কর্মসূচিতে একাডেমীর খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা বলেন, “তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। আমি সবসময় ক্রীড়াঙ্গনের পাশে থাকব।”
ফুটবল পেয়ে একাডেমীর খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং বলেন, এই সহযোগিতা তাদের খেলায় নতুন উদ্যম যোগ করবে। রাজঙ্গনা ফুটবল একাডেমীর পক্ষ থেকে বাবু উদয় কুমার তঞ্চঙ্গ্যার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ রাজস্থলীর ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাবে।


















